• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে চাঁদপুরের নার্স আনোয়ারা বেগম

ঝুঁকিপূর্ণ হলেও কাজ করতে আমরা ভয় করি না

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২০, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। গতকাল মঙ্গলবার সকালে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় প্রথমে প্রধানমন্ত্রী চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান  খান এবং পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চাঁদপুরে কর্মরত নার্স আনোয়ারা বেগমের সাথে কথা বলেন।

প্রধানমন্ত্রী নার্স আনোয়ারা বেগমকে বলেন, নার্সিং একটি মহৎ পেশা। এ পেশায় ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে হয়।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নার্স আনোয়ারা বেগম বলেন, আমরা চাঁদপুর জেলার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই হাসপাতালে করোনাভাইরাস এবং অন্যান্য রোগীর সেবা দেয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সব সময় এ বিষয়ে কাউন্সেলিং করি।

তিনি আরো বলেন, আমরা রোগীদের সেবায় নিয়োজিত। আমরা জানি এই পেশায় অনেক ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে হয়। আমরা এভাবে কাজ করার জন্যে কোনো ভয় করি না। আমরা ভয়কে জয় করতে শিখেছি।

আনোয়ারা বেগম বলেন, আপনি আমাদের জন্যে দোয়া করবেন। আপনি অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন আমরা জানি। আমরা হাসপাতালে যেন সর্বদা রোগীদের পাশে থাকতে পারি দোয়া করবেন।

সর্বাধিক পঠিত