• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সারাদেশে নৌযান চলাচল বন্ধ, ফেরি চলবে সীমিত

প্রকাশ:  ২৫ মার্চ ২০২০, ১০:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করবে। মঙ্গলবার সচিবালয়ের অফিস থেকে এসব তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় লঞ্চ চলাচল করবে না। যাত্রীবাহী নৌযান চলাচল করবে না। নিত্যপ্রয়োজনীয় যে সব দ্রব্য আছে সেগুলো কার্গোর মাধ্যমে পরিবহন করবে। সীমিত আকারে ফেরি চলাচল করবে। ফেরিতে সাধারণ মানুষ পারাপারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা করোনা ঝুঁকির মধ্যে আছি। সড়ক পথে অ্যাম্বুলেন্সসহ জরুরি যান চলাচলের প্রয়োজন হয়। সে কারণে ফেরি চলাচল সীমিত আকারে চালু রাখছি। অ্যাম্বুলেন্স বা প্রয়োজনীয় যান পারাপারের জন্য ফেরি সীমিত আকারে চলাচল করবে।
এ দিকে চাঁদপুর বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা আঃ রাজ্জাক জানান, সরকারের ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার দুপুর দেড়টা থেকে চাঁদপুর ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ওই সময়ের পর কোনো লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে যেতে দেয়া হয়নি। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত করোনা ইস্যুতে চাঁদপুর থেকে সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

 

সর্বাধিক পঠিত