• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় চাঁদপুর উপস্থিত হবেন। পরদিন ৭ ফেব্রুয়ারি দিনব্যাপী তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
শুক্রবার সকাল ৯টায় চাঁদপুর শহরের কদমতলাস্থ বাসভবনে অসহায়দের মাঝে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নারী উদ্যোক্তাদের আয়োজিত মেলার উদ্বোধনসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অস্বচ্ছল নারীদের মাঝে সহায়তা চেক বিতরণ করবেন। বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সরকারি কলেজ গ্যালারীতে ’৭১ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ, এরপরে নবনির্মিত চাঁদপুর সরকারি কলেজ মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং নবনির্মিত ছাত্রী হোস্টেল পরিদর্শন করবেন। দুপুর পৌনে ২টায় পুরাণবাজার ডিগ্রি কলেজে চাঁদপুরের ২০০৭/২০০৯ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় তিনি চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর অযাচক আশ্রম আয়োজিত ‘চরিত্রগঠন’ শীর্ষক সমাবেশে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

 

সর্বাধিক পঠিত