• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশনে চাঁদপুরের স্টল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন শোকেসিং-এ চাঁদপুর জেলা থেকে তিনটি টিম অংশ নেয়। এর স্টল পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। এ সময় বিভাগীয় কমিশনারসহ অতিথি কর্মকর্তাদের ব্রিফ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন। সাথে ছিলেন মাইসিটি প্রোগ্রামার হারুনুর রশিদ।
গত ৩০ ও ৩১ জানুয়ারি চট্টগ্রাম জিমনেশিয়ামে এই ইনোভেশন শোকেসিং (প্রদর্শনী) অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও সদর ইউএইচএফপিও ডাঃ সাজেলা বেগম পলিনের নেতৃত্বে তিনটি টিম অংশ নেয়। জানা গেছে, ডাঃ সাজেদা বেগমের পরিকল্পনায় ‘কৈশোরবান্ধব উপজেলা’ নামে ইনোভেশন কার্যক্রমটি দেখে পরিদর্শন টিম ভূয়শী প্রশংসা করেন।