মঙ্গলবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১২:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
গত তিন ধরে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আজ পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। তবে সোমবার অথবা মঙ্গলবার থেকে উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। দপ্তর আরো জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।