• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৬২ বছরে লুধুয়া স্কুলের শিক্ষার্থীদের সর্ববৃহৎ মিলনমেলা কাল ॥ আসছেন শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২০, ১২:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঐতিহ্যবাহী লুধুয়া স্কুল এন্ড কলেজ সৃষ্টির ৬২ বছরে আয়োজন করা হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। মতলব উত্তর উপজেলার এ বিদ্যালয়টির এক ঝাঁক তরুণ প্রাক্তন শিক্ষার্থী এ মিলনমেলার আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির এ আয়োজনে পুনর্মিলন ঘটবে কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থীর।
অনুষ্ঠানে অংশ নিতে ১৭ জানুয়ারি বিদ্যালয়টিতে আসবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু। এছাড়াও এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে সরকারের বিভিন্ন স্তরে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান বাইনারী আইটির কর্ণধার ও আয়োজক কমিটির সদস্য ইয়াসিন মিয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুলসহ উপজেলার বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজক কমিটির সদস্য নওফেল হাসান মায়াব্বিজ বলেন, অনুষ্ঠানের সকল আনুষ্ঠানিকতা শেষে ঢাকা থেকে আমন্ত্রিত সঙ্গীতাঙ্গনের নামি-দামী শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।