• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নির্বাচন কমিশনার কবিতা খানম আজ চাঁদপুর আসছেন

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২০, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম আজ বৃহস্পতিবার চাঁদপুর আসছেন। আগামী ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এ চাঁদপুর সফর। তিনি আজ দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে এসে উপস্থিত হবেন। এরপর বিকেল ৩টায় হাইমচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। এ সভায় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত থাকবেন। সভায় আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন যেনো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন নির্বাচন কমিশনার কবিতা খানম। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান এ তথ্য জানান।