• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সিলেটে রোটারী ডিস্ট্রিক্ট কনফারেন্স ‘সমারোহ’

দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের জন্য কাজ করছে রোটারী

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২০, ১৯:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আনন্দ, উচ্ছ্বাস ও বন্ধুত্বসুলভ পরিবেশে সিলেটে রোটারী কনফারেন্স ‘সমারোহ’ গতকাল শুক্রবার শুরু হয়েছে। সকাল ৯টায় সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের ২০২০ সালের দুই দিনব্যাপী কনফারেন্স শুরু হয়। কনফারেন্সে প্রায় ২ হাজার রোটারিয়ান ও অতিথিরা অংশ নেন।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনালের সাবেক ডিরেক্টর ও আরআই প্রেসিডেন্টের প্রতিনিধি রোটা. পিটি প্রভাকর। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে রোটারীর বন্ধুত্বের মেলবন্ধন তৈরি করতে হবে। বন্ধুত্বের মাধ্যমে অসহায় মানুষের সেবা করে বিশ্বে রোটারিয়ানদের আরো সক্রিয় হতে হবে।
তিনি আরো বলেন, বিশ্বের দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের জন্য কাজ করছে রোটারী ইন্টারন্যাশনাল। ওই কাজের পরিধি বাড়াতে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে সেবার কার্যক্রম বৃদ্ধি করবো।
রোটারী গভর্নর রোটাঃ লেঃ কর্নেল (অবঃ) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীরের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮১ এর গভর্নর রোটাঃ খায়রুল আলম, পিডিজি রোটাঃ আব্দুল আহাদ, পিডিজি রোটাঃ কেএম জয়নাল আবেদীন, পিডিজি রোটাঃ ড. মীর আনিসুজ্জামান, পিডিজি রোটাঃ সেলিম রেজা, পিডিজি রোটাঃ একেএম শামসুল হুদা, পিডিজি রোটাঃ ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি রোটাঃ ড. ইশতিয়াক এ জামান, আইপিডিজি রোটাঃ দীলনাশিন মোহসেন, নির্বাচিত জেলা গভর্নর রোটাঃ ডাঃ বেলাল আহমেদ চৌধুরী ও মনোনীত (২০২১-২২) জেলা গভর্নর রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী। কনফারেন্স চেয়ারম্যান রোটাঃ একেএম শামসুল হক দীপু স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন রোটাঃ রুমেল এমএস রহমান পীর ও নাবিলা মাহজাবিন রিয়া।
এর আগে সকালে জাতীয়, রোটারী ও সম্মেলনের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো এবং পায়রা অবমুক্তের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা রোটারিয়ানদের নিয়ে ‘মুক্তিযুদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। কনফারেন্সের শেষদিন আগামিকাল শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি।

উল্লেখ্য, বাংলাদেশের চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ১শ’ ৬৫টি রোটারী ক্লাব নিয়ে রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ গঠিত। ঐ ক্লাবগুলোতে প্রায় ৬ হাজার রোটারিয়ান রয়েছেন।