• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছেন দীপু মনি?

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০১৯, ১৩:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক হতে পারেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। দল ও জাতীয় গণমাধ্যমের বিভিন্ন সূত্রে জানা যায়, এবার ডাঃ দীপু মনির সাধারণ সম্পাদক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
    জানা যায়, আওয়ামী লীগের নতুন কমিটিতে ব্যাপক পরিবর্তন আসছে। সরকারের প্রথম মেয়াদের মন্ত্রিসভার মতো বিপুল চমক নিয়ে আসছে নতুন কমিটি। সাধারণ সম্পাদক পদও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ পদে ওবায়দুল কাদেরের পাশাপাশি আরো দুই বিকল্প দলটির হাইকমান্ডের সক্রিয় বিবেচনায় রয়েছে। তাঁরা হলেন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃ আজমত উল্লাহ খান। গণভবন ও আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র দৈনিক কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছে।
    গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসবে। সেখানে প্রথমে সংগঠনের সভাপতি নির্বাচিত করবেন কাউন্সিলররা। সে ক্ষেত্রে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প এখন পর্যন্ত কেউ না থাকায় পুনরায় তিনি সভাপতি নির্বাচিত হবেন, এটা নিশ্চিত। এরপর অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মধ্য থেকে একজন সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করলে আরেকজন তা সমর্থন করবেন। এভাবে চূড়ান্ত হবে আওয়ামী লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক।
    জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদসূত্রে জানা যায়, আজ শনিবার সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের পাশাপাশি বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডঃ আজমত উল্লাহ খানের নাম সক্রিয় বিবেচনায় রেখেছেন আওয়ামী লীগের হাইকমান্ড। তাঁদের তিনজনের মধ্য থেকে যেকোনো একজন হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
    ২০ ডিসেম্বর কালের কণ্ঠ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি স্বামীর অসুস্থতার কারণে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে অনাগ্রহী। তাঁর স্বামী বিশিষ্ট আইনজীবী ড. তৌফিক নাওয়াজ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন। মন্ত্রিত্ব ও দলীয় কর্মকা-ের পাশাপাশি ডাঃ দীপু মনিকে সময় করে চিকিৎসাধীন স্বামীর পাশে থাকতে হচ্ছে। সে জন্য প্রতি সপ্তাহে তাঁকে ভারতের মুম্বাইয়ে উড়ে যেতে হয়। এ অবস্থায় এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নেয়া তাঁর পক্ষে সম্ভব নয়, এমন মনোভাব তিনি আওয়ামী লীগের হাইকমান্ডকে জানিয়েছেন। এরপরও দলীয় হাইকমান্ড সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নাম সক্রিয় বিবেচনায় রেখেছেন বলে জানা গেছে।      
    গণভবনের একটি সূত্র নিশ্চিত করেছে, ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হবে কি হবে না, সে সিদ্ধান্ত বৃহস্পতিবার পর্যন্ত চূড়ান্ত করেননি আওয়ামী লীগের হাইকমান্ড। তাই তাঁর বিকল্প হিসেবে ডাঃ দীপু মনির পাশাপাশি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডঃ আজমত উল্লাহ খানের নাম রাখা হয়েছে।
    আওয়ামী লীগ নারী ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখছে। সে হিসেবে এবার দলের বিভিন্ন পদে ৩৩ ভাগ নারী থাকার কথা রয়েছে। অন্যদিকে ডাঃ দীপু মনি বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। বর্তমানে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও তিনি নির্ভরযোগ্য দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তাঁর কর্মকা-ে সন্তুষ্ট রয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে ডাঃ দীপু মনি যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তবে ইতিহাসের সৃষ্টি হবে। একই সাথে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকবেন দুজন নারী।
    সূত্র জানায়, ডাঃ দীপু মনি শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক না হলে তাঁকে সভাপতিম-লীতে নেয়া হবে।
সূত্র : কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর ও জাগো নিউজ।

 

সর্বাধিক পঠিত