মুজিববর্ষের বঙ্গবন্ধু স্মারক গ্রন্থে লেখা আহ্বান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই গ্রন্থে সনি্নবেশের জন্য চাঁদপুর জেলার সকল উপজেলার সর্বর্স্তরের আগ্রহী জনগণ হতে বঙ্গবন্ধু বিষয়ক স্মৃতিচারণমূলক লেখা, বঙ্গবন্ধু বিষয়ক মৌলিক গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, বঙ্গবন্ধুর বিরল আলোকচিত্র, চাঁদপুরে বঙ্গবন্ধুর আগমন ও স্মৃতিধন্য স্থানের বর্ণনা ও ছবি, বঙ্গবন্ধুর সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ ও সংযোগের তথ্য প্রমাণ বা দলিলাদি, বঙ্গবন্ধুর স্বহস্তে লিখিত চিঠিসহ প্রাসঙ্গিক অন্যান্য লেখা আগামী ২৩/১২/২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে জনাব কাজী শাহাদাত, মহাপরিচালক, সাহিত্য একাডেমি, চাঁদপুর ও সদস্য সচিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে স্মারকগ্রন্থ উপ-কমিটির নিকট অথবা [email protected] এই ই-মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
দাউদ হোসেন চৌধুরী
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
চাঁদপুর।