• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আইএসের টুপির বিষয়টি তদন্ত করা হবে: আইনমন্ত্রী

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০১৯, ১৭:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হলি আর্টিসান হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় জঙ্গি সংগঠন ‘আইএসের টুপি’ থাকার বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সচিবালয়ে হলি আর্টিসান মামলার রায়ের প্রতিক্রিয়া জানানোর প্রেস ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। এরকম চাঞ্চল্যকর এবং যেসব মামলা দেশের শেকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেসব ঘটনার বিচার দ্রুত শেষ করতে পারছি, এটাও সন্তুষ্টির কারণ।’

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) পতাকার প্রতীক সংবলিত টুপি পরে এক আসামির এজলাসে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে এ ব্যাপারটার তদন্ত হওয়া উচিত। তদন্ত যেন হয়, সেজন্য এ প্রেস কনফারেন্স শেষ করেই কথা বলবো আমি।’

বুধবার দুপুরে হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা মামলা মামলার রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি যখন আদালত কক্ষ থেকে বের হন তখন তাদের একজনের মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) পতাকার প্রতীক সংবলিত টুপি পরে থাকতে দেখা যায়। জঙ্গিরা আইএসের প্রতীক সংবলিত টুপি কোথায় পেলেন তা নিয়ে উপস্থিত সবার মধ্যে বিস্ময় ও প্রশ্ন তৈরি হয়।