মতলবের মেয়ে অধ্যাপক দিলশাদ জাহান ইথেন পিএইচডি ডিগ্রি অর্জনে বেলজিয়াম যাচ্ছেন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের সহকারী অধ্যাপক দিলশাদ জাহান ইথেন বেলজিয়াম ঘ্যান্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে আজ ১৭ নভেম্বর রাতে সেখানে যাচ্ছেন। তিনি এই ইউনিভার্সিটির স্কলারশীপ পেয়ে পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত হয়েছেন।
তিনি অগ্রণী ব্যাংক লিঃ চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ লোকমান হেকিম ও প্রধান শিক্ষিকা (অবঃ) নাজনীন আক্তারের কনিষ্ঠা কন্যা। তাঁর বড় বোন নূসরাত জাহান মিথেন মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও একমাত্র ভাই ফিরোজ আহমেদ প্রোপেন এমবিবিএস ডাক্তার।
দিলশাদ জাহান ইথেন মতলব মডেল সপ্রাবি থেকে ৫ম শ্রেণিতে ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। একই বিদ্যালয় থেকে এসএসসিতে ও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ লাভ করেন।
তাঁর বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামে। তিনি পিএইচডি ডিগ্রি অর্জনে সকলের কাছে দোয়া চেয়েছেন।