• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হেলমেট ছাড়া মিলছে না মোটরসাইকেলের জ্বালানী

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৯, ১১:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন দীর্ঘদিনের। অনিরাপদ সড়ক ব্যবস্থার কারণে হাজার হাজার তাজা প্রাণ ঝরেছে দেশের সড়কগুলোতে। সম্প্রতি ছাত্র আন্দোলন, মানববন্ধন, মিছিল, সমাবেশে সবখানে একটাই দাবি ‘নিরাপদ সড়ক চাই’। তাই এবার নড়েচড়ে বসেছে সরকার। সড়ক নিরাপদ করতে করা হয়েছে কঠিন আইন। আইনের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকের কাছে তেল বিক্রি নিষিদ্ধ করেছে জেলা পুলিশ। এছাড়া তিনজন আরোহী থাকলেও মোটরসাইকেলে তেল বিক্রি করবে না পাম্প মালিকরা।
গত কদিন চাঁদপুরের পাম্পগুলোতে এ ধরনের মৌখিক সতর্কতা থাকলেও ৫ নভেম্বর মঙ্গলবার থেকে হেলমেট ছাড়া তেল বিক্রি করেনি পাম্প কর্তৃপক্ষ। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে রয়েছে কড়া নির্দেশনা। এ ব্যাপারে পাম্পগুলোতে সাঁটানো রয়েছে জেলা পুলিশের নির্দেশনা সম্বলিত ব্যানার-ফেস্টুন।
পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানের নির্দেশনা প্রদানের পর থেকে পাম্প মালিকরা সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে। পুলিশ সুপারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চাঁদপুরবাসী।
এদিকে চাঁদপুরে পেট্রল পাম্পগুলোতে নির্দেশনা বাস্তবায়ন হলেও বিভিন্ন এলাকায় গড়ে ওঠা পেট্রল, অকটেন বিক্রির দোকানগুলোতে দেখা মেলেনি এমন নির্দেশনার। এসব দোকানে হেলমেট ছাড়াই দেদারছে বিক্রি হচ্ছে পেট্রল-অকটেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধি করে দুর্ঘটনা কমাতে জেলা পুলিশের এ নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরবাসীর সহযোগিতা চাই। এ ধরনের নির্দেশনা বাস্তবায়ন করতে হলে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। যে সকল দোকানে হেলমেট ছাড়া তেল বিক্রি করছে তাদের ব্যাপারে পুলিশ সুপারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুরের ট্রাফিক পুলিশের টিআই সাইফুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে আমরা প্রতিটি পাম্পে হেলমেট ছাড়া ও ৩ জন আরোহী নিয়ে তেল বিক্রি না করার নির্দেশনা দেয়েছি। নির্দেশনা ঠিকমতো পালন হচ্ছে কি না তা মনিটরিং করছি।
এদিকে পেট্রল পাম্পে হেলমেটবিহীন তেল বিক্রি না করায় ও হেলেমটবিহীন মোটরসাইকেল চালানোর নতুন শাস্তির আইনের ফলে চাঁদপুরে হেলমেট বিক্রির হিড়িক পড়েছে। শহরের রাস্তাঘাটে হেলমেটবিহীন মোটরসাইকেলের দেখা মিলছে হাতেগোনা অল্প সংখ্যক।

 

সর্বাধিক পঠিত