• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

প্রকাশ:  ০২ নভেম্বর ২০১৯, ০৮:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ ২ নভেম্বর শনিবার থেকে সারাদেশে একযোগে জেএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় মোট পরীক্ষার্থী ৫১ হাজার ১শ’ ৯৩জন। কেন্দ্র হচ্ছে ৮৩টি। এর বাইরে ভেন্যু কেন্দ্রও রয়েছে আরো কিছু।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, উল্লেখিত অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে জেএসসি পরীক্ষার্থী হচ্ছে মোট ৩৮ হাজার ৩শ’ ১৮ জন, আর জেডিসি পরীক্ষার্থী হচ্ছে ১০ হাজার ৭শ’ ২৪ জন। এছাড়া নবম শ্রেণীর ভোকেশনাল শাখার মোট পরীক্ষার্থী হচ্ছে ২ হাজার ১শ’ ৫১ জন। এই অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থীর জন্যে যে ৮৩টি কেন্দ্র রয়েছে এর মধ্যে জেএসসির কেন্দ্র ৪৯, জেডিসির কেন্দ্র ২৩ এবং ভোকেশনাল শাখার কেন্দ্র ১১টি।
এই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুরের প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তাদের কেন্দ্র পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও থাকবে প্রতিটি কেন্দ্রে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কেন্দ্র পরিদর্শন করবেন। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই পরীক্ষাকে সামনে রেখে ১০টি নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেদিকে সতর্ক থাকতে কেন্দ্র সচিব ও সুপারদেরকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

সর্বাধিক পঠিত