• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মা ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদন্ড

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৯, ১৩:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

॥ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদর ও হাইমচর এলাকায় মা ইলিশ নিধনের দায়ে জেলা ও উপজেলা টাস্কফোর্সের পৃথক অভিযানে আটক ৩০ জেলেকে ১ বছর করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৭ অক্টোবর রোববার দুপুর থেকে ২৮ অক্টোবর সোমবার দুপুর  ১টা পর্যন্ত এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার দুপুরে চাঁদপুর সদরে ২, বিকেলে সদর উপজেলায় ১০ এবং রাতে হাইমচর উপজেলায় ১৮ জেলে আটক হয়। এদের প্রত্যেককে ১ বছর করে কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পৃথক অভিযানে চাঁদপুর নৌ থানা রোববার সন্ধ্যায় ৮ জেলেকে আটক করে। আটক জেলেরা হচ্ছে : বিল্লাল গাজী, বাদল বেপারী, মফিজ শেখ, হারুন জমাদ্দার, ইমান হোসেন, ফয়সাল গাজী, রহিম হাওলাদার ও নূরে আলম পাটোয়ারী। এদের মধ্যে বিল্লাল গাজী ও বাদল বেপারীকে ১ বছর করে কারাদ- প্রদান করা হয়। বাকি ৬জনের বিরুদ্ধে পুলিশ নিয়মিত মামলা দায়ের করে।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ আবু তাহের খান বলেন, অভিযানের সময় ৩ লাখ ৬৮ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা। ৩৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। একই সময় জেলেদের কাছ থেকে একটি কাঠের ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
কারাদ-প্রাপ্ত আসামীদের কারাগারে প্রেরণ এবং নিয়মিত মামলার ৬ আসামীকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মা ইলিশ কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়েছে বলে জানান ওসি।
অপরদিকে সোমবার হাইমচরে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী। তিনি বলেন, সর্বোচ্চ পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার পরিমাণ প্রায় ৫ লাখ মিটার। হাইমচর থানার চরভৈরবী এলাকার জেলে পল্লীতে ব্লক রেইড দেয়া হয়। মা ইলিশ রক্ষা অভিযানের মধ্যেও এখানকার জেলেরা নির্বিকার চিত্তে ইলিশ ধরছিল। নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ডের টহল থাকলেও সেটি এই বিশাল নদীতে একেবারেই অপ্রতুল। তাই জেলেরা নির্বিঘেœ  মা ইলিশ ধরে ইলিশের বংশবিস্তার বাধাগ্রস্ত করছে।

 

সর্বাধিক পঠিত