• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কাউন্সিলর মিজান কারাগারে

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৯, ১৮:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

 

রোববার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে মানি লন্ডারিং আইনের মামলায় সাত দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন।

আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান (হিলন) জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবীরা চিকিৎসার আবেদন করলে কারাকর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেয়ার আদেশ দেন আদালত।

গত ১২ অক্টোবর হাবিবুর রহমান মিজানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১১ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক বাসা থেকে কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করে র‌্যাব।

জানা যায়, অভিযানে কাউন্সিলর মিজানের বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক এবং এক কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) এর কাগজপত্র পায় র‌্যাব। সেই সঙ্গে আমেরিকার টেক্সাস ও অস্ট্রেলিয়ার সিডনিতে দু’টি বাড়ি এবং আমেরিকার একটি বিলাসবহুল গাড়ির কাগজপত্র জব্দ করে র‌্যাব।