• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পেঁয়াজের দাম কমেছে

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৯, ১৪:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। মজুদদারি ঠেকাতে জেলা প্রশাসনের অভিযান শুরু করায় ৯০ ও ১শ’ টাকা কেজির পেঁয়াজ এখন হয়ে গেছে ৬৫-৭০ টাকা। গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন চাঁদপুর শহরের পেঁয়াজের সবচেয়ে বড় পাইকার ব্যবসায়ী পুরাণবাজার মসজিদপট্টির মোস্তফা মোল্লা, সামছু মোল্লা ও হাজী মান্নান শেখ এন্ড সন্সের পরিচালক ফরিদ শেখ। তারা জানান, আগের চেয়ে পেঁয়াজের দাম কমতির দিকে। সর্বোচ্চ ৭০ টাকা কেজিতে দেশি ও ইন্ডিয়ার পেঁয়াজ বিক্রি হচ্ছে তাদের আড়তে।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার চেয়ে সরবরাহ কম এবং ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
তবে এখন আমদানি ও দেশি পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম কমছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজ এখন মানভেদে ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, যে দামে তারা পেঁয়াজ কিনছেন, তার চেয়ে সামান্য লাভে বিক্রি করছেন। এখানে অতিরিক্ত দাম রাখা হচ্ছে না বলে দাবি তাদের।