• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ফরিদগঞ্জে ‘বঙ্গবন্ধু উৎসব’ শুরু

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সরকার কর্তৃক ‘মুজিববর্ষ’ ঘোষণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালনে ফরিদগঞ্জে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু উৎসব’। ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ও বি-রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ)-এর যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর কৃষি উন্নয়ন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের অর্থনীতি, বঙ্গবন্ধুর স্বপ্ন ও বাংলাদেশের উন্নয়ন শীর্ষক অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হবে এ উৎসবে। উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে অডিও ভিজ্যুয়াল মাধ্যমে ‘বঙ্গবন্ধু উৎসব’ শীর্ষক কর্মসূচীতে প্রতিদিন শত শত শিক্ষার্থী অংশ নিচ্ছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই সাথে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু উৎসব উপলক্ষে রচনা, স্বরচিত কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে গত রোববার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসব শুরু হয়। প্রতিষ্ঠানগুলো হলো : কড়ৈতলী উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়, রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বড়গাঁও উচ্চ বিদ্যালয়, চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়, শোল্লা স্কুল এন্ড কলেজ, কালিরবাজার মিজানুর রহমান স্কুল, রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ। পাইকপাড়ায় বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। উপস্থিত ছিলেন কর্মসূচীর প্রধান সমন্বয়কারী ও ব্রেইভ-এর সাধারণ সম্পাদক নাজমুল হক জুয়েল, সদস্য সচিব রিফাত কান্তি সেন প্রমুখ।