একটি ছবি : অনেক কথা----------
ছবিতে কথোপকথনের ভঙ্গিতে অনেক কথা বুঝা যায়। যেনো বড় বোন ছোট বোনের হাত ধরে সান্ত¡না দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে পরম মমতার সাথে তাঁর হাতটি চেপে হয়তো জিজ্ঞেস করছেন, ‘দীপু, তৌফিক ভাইয়ের কী অবস্থা?’ আরো অনেক কথা হয়েছে হয়তো। সত্যিই এক আবেগঘন মুহূর্ত।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য ও দলের সিনিয়র নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। মন্ত্রীদের মধ্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিও ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী লন্ডন যাওয়ার সময়ই ডাঃ দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ যে গুরুতর অসুস্থ তা জেনে গেছেন। বিদেশে থাকাবস্থায়ও প্রধানমন্ত্রী জনাব তৌফিক নাওয়াজের চিকিৎসার খোঁজখবর প্রতিনিয়ত নিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী দেশে এসে পৌঁছলে বিমান বন্দরে তাঁকে স্বাগত জানানোর সময় প্রধানমন্ত্রী ও দীপু মনির আবেগময় মুহূর্তটি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। ছবি : সংগৃহীত, প্রতিবেদন : এএইচএম আহসান উল্লাহ্।
সূত্র : চাঁদপুর কণ্ঠ