ভাঙ্গন প্রতিরোধে শিক্ষামন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনা
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুর শহর রক্ষা বাঁধের ভাঙ্গন পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। ভাঙ্গনের সংবাদ জানতে পেরে তিনি সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেন জরুরি ভিত্তিতে ব্যবস্থাগ্রহণের জন্যে। তিনি ঘটনার রাত শনিবার রাতে কিছুক্ষণ পরপরই প্রশাসনসহ তাঁর দলের নেতাদের কাছে জানতে চান ঘটনা সম্পর্কে। জানতে চান ভাঙ্গন প্রতিরোধে কার্যক্রম শুরু হয়েছে কিনা, ব্লক কোথায় কী অবস্থায় রয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডকে কোনো নিয়মের চিন্তা না করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং ভাঙ্গন বন্ধ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও বলেন। তিনি প্রশাসনের কর্তাব্যক্তিদের বাহিরেও তাঁর দলের লোকদের কাছে পরিস্থিতি সম্পর্কে যোগাযোগ অব্যাহত রাখেন।