• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্কয়ার হাসপাতালের অতিরিক্ত বিল, তদন্তে ভোক্তা অধিদপ্তর

প্রকাশ:  ২৯ জুলাই ২০১৯, ১১:২৮
স্টাফ করেসপন্ডেন্ট
প্রিন্ট

ঢাকা:

 
 ডেঙ্গু রোগের চিকিৎসায় স্কয়ার হাসপাতালের ২২ ঘণ্টায় ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা বিলের তদন্ত করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

রোববার (২৮ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ঢাবি শিক্ষার্থীর চিকিৎসার বিল বিষয়ে স্কয়ার হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন গত ২৬ জুলাই রাত ১০টার সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।  আগের দিন ২৫ তারিখ রাত ১১টায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই সময়ে চিকিৎসা বাবদ স্কয়ার হাসপাতালে বিল হয় ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, ইতোমধ্যে স্কয়ার হাসপাতাল যেসব ওষুধ দিয়েছে সেগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ঐ ছাত্রকে যেসব ঔষধ দেওয়া হয়েছে সেগুলোর বাজার মূল্য যাচাই করে দেখা হচ্ছে। অন্যান্য সেবার যে বিল করা হয়েছে সেগুলোর বিষয়েও তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯।