শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজের মাথায় সফল অস্ত্রোপচার
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজের মাথায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা ইউনাইটেড হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। এশিয়া খ্যাত নিউরোলজিস্ট দিল্লির নিউরোলজি মেডেন্টা হাসপাতালের পরিচালক ডাঃ গৌরভ গোয়েল অত্যন্ত সফলতার সাথে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। জানা গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির অনুরোধে ডাঃ গৌরভ গোয়েল তৌফিক নেওয়াজের মাথায় বাইপাস করতে বাংলাদেশে আসেন।
গতকাল সকাল ৭টায় অপারেশনের কাজ শুরু হয়, শেষ হয় সোয়া ১০টায়। এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা জাফর ইকবাল মুন্না।
এদিকে তৌফিক নেওয়াজের মাথায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় ডাঃ দীপু মনিসহ সকলে মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন। একই সাথে চাঁদপুরসহ দেশের অসংখ্য মানুষ যে প্রতিদিন তৌফিক নেওয়াজের জন্যে দোয়া করেছেন এবং যারা এখনো দোয়া করছেন, সকলের প্রতি শিক্ষামন্ত্রী কৃতজ্ঞতা জানিয়েছেন। তৌফিক নেওয়াজকে যেনো রাব্বুল আলামিন পূর্ণ সুস্থ করে দেন সে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।