• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর স্বামীর অবস্থা অপরিবর্তিত ॥ দেখতে গিয়েছেন মন্ত্রী আইজিপিসহ অনেকে

প্রকাশ:  ২৪ জুলাই ২০১৯, ১৩:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজের অবস্থা এখনো অপরিবর্তিত। গত ১৭ জুলাই বুধবার রাত থেকে তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি গত কয়েকদিন যাবৎ এ হাসপাতালের আইসিইউতে আছেন। ডাঃ দীপু মনি বুধবার রাত থেকেই হাসপাতালে অবস্থান করছেন।
এদিকে তাঁকে গত শনিবার সিঙ্গাপুর নেয়ার সব ব্যবস্থা করেছিলো। কিন্তু সেখানকার চিকিৎসকগণ তাঁর সার্বিক অবস্থা জেনে তাতে সম্মতি দেননি। সেজন্যে আর তাঁকে দেশের বাইরে নেয়া হয়নি। অসুস্থ তৌফিক নেওয়াজকে দেখতে হাসপাতালে মন্ত্রী, এমপি, সচিবসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং দলীয় অনেক নেতৃবৃন্দ হাসপাতালে গিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী, শিক্ষা সচিব নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া অনেক সাংবাদিক নেতৃবৃন্দও গিয়েছেন হাসপাতালে।