• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ মতলব উত্তরে আওয়ামী লীগের জনসভা ॥ প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৯, ১১:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার মতলব উত্তরে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডঃ নূরুল আমিন রুহুল। মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় মতলব উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আজ দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মতলব উত্তর উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৩টায় তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় যোগ দেবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এ সফরে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিবসহ অন্য কর্মকর্তাবৃন্দ তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।