• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এই প্রথম ঘুষ ছাড়া পুলিশে চাকরি

স্বচ্ছতার সাথে চাকরি হলো ১১৫ কনস্টেবলের

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৯, ১১:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গাছের গোড়া যদি ভালো হয়, তাহলে সে গাছ থেকে ফল ভালো আসবে। এ সত্যটি কার্যে প্রমাণ দিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী। সম্প্রতি পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে তিনি সারাদেশের এসপিদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছিলেন শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে যেনো এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। সরকার নির্ধারিত ১০৩ টাকার অতিরিক্ত একটি টাকাও যেনো কারো কাছ থেকে নেয়া না হয়। এ বিষয়ে তাঁর ছিল কঠোর হুঁশিয়ারি।
সারাদেশের পুলিশ সুপারদের জন্যে এটি ছিল একটি কঠিন পরীক্ষা, সততার পরীক্ষা। এ পরীক্ষায় বলতে গেলে পূর্ণ একশ’ নাম্বার পেয়ে পাস করেছেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম পিপিএম। চাঁদপুর জেলায় ১১৫ জনের পুলিশ কনস্টেবল পদে কোনো ঘুষ বা তদবির ছাড়াই চাকরি হয়েছে। খরচ লেগেছে মাত্র ১০৩ টাকা। এ টাকা সরকারি ট্রেজারী চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানা গেছে, ১১৫ জনের ক্যাটাগরির সংখ্যা হচ্ছে-সাধারণ কোটা (পুরুষ) ৪২জন (মেধাক্রম অনুযায়ী ২জন পুলিশ পোষ্য অন্তর্ভুক্ত), সাধারণ কোটা (নারী) ৪৯জন, মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ) ১৬জন, মুক্তিযোদ্ধা কোটা (নারী) ৩জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (পুরুষ) ১জন, পুলিশ পোষ্য (পুরুষ) ৩জন ও পুলিশ পোষ্য (নারী) ১জন।
জেলার উপজেলাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ওই ১১৫ জনের পরিবারে এখন আনন্দের বন্যা। সে সব এলাকায় মিষ্টি বিতরণ চলছে।