শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হলো এ দেশের গরিব দুঃখী জনগণের সরকার : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হলো এ দেশের গরিব দুঃখী জনগণের সরকার, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার যতবার রাষ্ট্র পরিচালনা করেছে ততবারই সাধারণ মানুষের কল্যাণে কাজে করেছে। যে কারণে আজ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের সদিচ্ছার কারণে আজ এদেশ থেকে ভিক্ষাবৃত্তি ধীরে ধীরে উঠে যাচ্ছে। আগামী অল্প কয়েক বছরের মধ্যে এদেশে কোনো ভিক্ষুক থাকবে না। কারণ এ সরকার তাদের উন্নয়নে কাজ করছে। তাদেরকে বিকল্প কর্মসংস্থান, নগদ অর্থ দিয়ে বিকল্প কর্মসংস্থানের জন্য সহযোগিতা করে যাচ্ছে। যাদের জায়গা আছে ঘর নেই তাদেরকে সরকারি অর্থায়ানে ঘর তৈরি করে দিচ্ছে। এক কথায় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি জনবান্ধব সরকার হওয়ায় এ দেশের জনগণ এ সরকারকে ব্যালটের মাধ্যমে বার বার নির্বাচিত করছে।
তিনি বলেন, আজকে অনুদানের যে চেক দেয়া হচ্ছে সেটির তালিকাটি আরো দীর্ঘ ছিলো, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা কমিয়ে দিয়েছে। অবশ্য পর্যায়ক্রমে আরো দেওয়া হবে। এবার আমরা ৪৪ জনকে এ চেক দিচ্ছি, আগামীতে সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। সরকার গরিব বা অসহায়দের সাহায্যার্থে সংসদ সদস্যদের একটি স্বেচ্ছাধীন তহবিল প্রদান করেন, সেই তহবিল থেকে এই চেক প্রদান করা হলো। এটি আমার ব্যক্তিগত ফান্ড থেকে নয়।
ডাঃ দীপুমনি এমপি গতকাল সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপ্রধানে ও সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন চাঁদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা (পলিন) প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে ৪৪ জন কে ৪ হাজার টাকা করে মোট ১লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।