• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ছেড়ে গেছে ভারতের আরভি বেঙ্গল গঙ্গা

প্রকাশ:  ২৯ জুন ২০১৯, ০৯:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভারতের কোলকাতা বন্দর থেকে ছেড়ে আসা পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা চাঁদপুর ত্যাগ করেছে। গতকাল শুক্রবার সকাল পৌঁনে ১১টায় শহরের ডাকাতিয়া নদীর পুরানো লঞ্চ টার্মিনালে পর্যটকদের নিয়ে এক রাত কাটিয়ে জাহাজটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করে। এ সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, জেলা ও নৌপুলিশের কর্মকর্তারা পর্যটকবাহী জাহাজটিকে বিদায় জানান।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আরভি বেঙ্গল গঙ্গা চাঁদপুরে পৌঁছালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান পর্যটক ও জাহাজের কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌপুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ভারতীয় এই জাহাজে থাকা পর্যটকরা বাংলাদেশ এবং ইলিশের বাড়ি চাঁদপুর, নদীর দুইপাড়ের সৌন্দর্য নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
এর আগে গত বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বরিশাল নদীবন্দর ত্যাগ করে আরভি বেঙ্গল গঙ্গা। পরে সন্ধ্যায় যখন পর্যটকবাহী এই জাহাজটি চাঁদপুরে পৌঁছে, তখন শহরের ডাকাতিয়া নদীপাড়ে হাজারো নারী-পুরুষ ও শিশু করতালি দিয়ে স্বাগত জানান।
ভারত, ইউরোপসহ কয়েকটি দেশের ১৯ জন পর্যটক ছাড়াও আরভি বেঙ্গল গঙ্গায় ক্রুসহ ৫০জন আরোহী রয়েছেন বলে জানা গেছে। সূত্র : কালের কণ্ঠ।