কারিগরি বিভাগে দেশ সেরা শিক্ষক পলাশ কান্তি মজুমদার
প্রকাশ: ২৭ জুন ২০১৯, ০০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
কারিগরি বিভাগ থেকে দেশ সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল অ্যান্ড কলেজের পলাশ কান্তি মজুমদার। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে ৩৫টি ইভেন্টে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ১৯ ও ২০ জুন।
আজ বুধবার ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সনদ ও পুরস্কার প্রদান করেন।উল্লেখ্য, তিনি ২০১৭ সালেও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।