• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বুয়েটে আন্দোলন স্থগিত করতে সম্মতি দিয়েছে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশ:  ২২ জুন ২০১৯, ০৮:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (বুয়েট)  আন্দোলন স্থগিত করতে সম্মতি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার থেকে তারা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে কথা বলে এটি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
গত বৃহস্পতিবার বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে টানা চার ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটের সাত হলের তিনজন করে প্রতিনিধির সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের সব দাবিই যৌক্তিক। দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। কিছু দাবি একাডেমিক কাউন্সিল (বিশ^বিদ্যালয় প্রশাসন) বাস্তবায়ন করতে পারবে। আবার কিছু দাবি মন্ত্রণালয়ের অধীন। সেগুলো দ্রুত আমরা বাস্তবায়নের চেষ্টা করব।
দীপু মনি বলেন, আমরা শিক্ষার্থীদের তাদের সব দাবি লিখিতভাবে দিতে বলেছি। তারা শুক্রবার সেগুলো লিখিতভাবে দেবেন বলে জানিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো বুয়েটের নোটিশ বোর্ডে টাঙানোর দাবি জানান। আমরা তাদের প্রস্তাব মেনে নিয়েছি। সেগুলো নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হবে।
তিনি আরও বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে পাওয়ার পর শুক্রবার থেকে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, গত শনিবার থেকে ১৬ দাবি নিয়ে আন্দোলন শুরু করে বুয়েট শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে তারা নেমে আসে রাস্তায়। ভিসি ও প্রশাসনবিরোধী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। সূত্র : আরটিভি অনলাইন।