• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

এসডিজি অর্জনে আমরাই সফলতা আনতে সক্ষম হবো : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

প্রকাশ:  ২০ জুন ২০১৯, ০৯:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা গত বুধবার হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)-এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশে^র কাছে প্রশংসিত হয়েছে। একইভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মাধ্যমে বাংলাদেশ প্রশংসিত হবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং সরকার গঠনের পর পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে কাজ শুরু করেছেন। বাংলাদেশ জাতিসংঘের ৩৯টি লক্ষ্যমাত্রা এবং স্থানীয় পর্যায়ে ১টিসহ মোট ৪০টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।    মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি আরো বলেন, পৃথিবী আজ হুমকির মুখে। এর জন্যে আমরাই দায়ী। এ থেকে মুক্তি পেতে জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২০২১ সালে মধ্যম আয়ের বাংলাদেশ ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন, ৪১ সালে উন্নত বাংলাদেশ, ৭১ সালে স্বাধীনতার শতবর্ষ উদ্যাপন এবং ২১০০ সালে ডেল্টাপ্লান বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে পরিকল্পনা অনুযায়ী সরকার কাজ করছে। এর মধ্যে এসডিজি অর্জন সহায়ক ভূমিকা পালন করবে। এসডিজি অর্জনে পৃথিবী হবে বাসযোগ্য ও শান্তিপূর্ণ আবাসস্থল।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা এসডিজি বিষয়ক সমন্বয়কারী মোহাম্মদ শওকত ওসমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়ার সভাপ্রধানে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, শাহরাস্তির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ীর সঞ্চালনায় ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় পুরো উপজেলা থেকে ৮টি গ্রুপে ৮০ জন অংশগ্রহণ করেন। এতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত