• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সৃজনশীল পদ্ধতি চালু থাকবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ১০ জুন ২০১৯, ০১:১৮
নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
প্রিন্ট

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে নানা আলোচনা আছে। তবে সারা বিশ্বে এ পদ্ধতি চালু আছে, তাই আমাদের দেশেও থাকবে। এ পদ্ধতি আরও কীভাবে উন্নত, সুন্দর ও সহজবোধ্য করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। এ পদ্ধতির উন্নয়ন ঘটাতে হবে।ঈদুল ফিতরের ছুটির পর রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, এবার ঈদ অন্যান্য বছরের চেয়ে স্বস্তিদায়ক মনে হয়েছে। সবাই ভালোভাবে ঈদ করে ফিরে আসতে পেরেছেন।তিনি বলেন, 'এক সময় সব শিশুকে বিদ্যালয়ে এনে শতভাগ এনরোলমেন্ট অর্জন আমাদের লক্ষ্য ছিল। এখন সবাইকে বিশ্বমানের শিক্ষা কী করে দেওয়া যায়, তা নিয়ে কাজ করে যেতে হবে।'

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহমুদুল হক, অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) নাজমুল হক খান, অতিরিক্ত সচিব একেএম জাকির হোসেন ভূঞা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি সফিউদ্দিন আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।সমকাল

সর্বাধিক পঠিত