• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেঘনা ধনাগোদা সেচ ক্যানেল ভেঙ্গে ফসলি জমির ব্যাপক ক্ষতি

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০১৯, ১০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পশ্চিম বাইশপুরের ২নাম্বার টার্ন আউটের বাঁধ ভেঙ্গে গেছে। গতকাল সোমবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। এতে পাকা ধানের ফসলী জমিসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে হঠাৎ করে দেখা যায় একটি গর্ত দিয়ে পানি ভেতরে ঢুকছে। মুহূর্তের মধ্যে গর্তটি বিশাল জায়গা নিয়ে ধসে পড়ে।  ফলে ক্যানেলে থাকা পানি হু হু করে ভেতরে ঢুকতে থাকে। কৃষকদের কাঁদিয়ে দেখতে দেখতে পানি জমির পাকা ধান তলিয়ে নিয়ে যায়। এছাড়াও পানিতে একটি মাদ্রাসা ও বেশ কটি মৎস্য খামার তলিয়ে গেছে।
এলাকার সাধারণ জনগণ অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে। ঘটনার পর কর্তৃপক্ষকে খবর দিলেও পানি প্রবাহ বন্ধ করতে কেউ এগিয়ে আসেনি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে রাতের মধ্যে ব্যবস্থা নেয়ার জন্যে নির্দেশনা দেয়া হয়।

সর্বাধিক পঠিত