• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০১৯, ০৯:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বৈশাখ মাস আসার পর বৃষ্টির প্রায় দেখা নেই। এই সুযোগে সূর্য প্রচ- উত্তাপ ছড়াচ্ছে। চলছে তীব্র তাপদাহ। একদিনের ব্যবধানে বৃহস্পতিবার সারাদেশে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সূর্যের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় সারাদেশের ন্যায় প্রচ- গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁদপুরের জনজীবন।
আবহাওয়া অফিসসূত্র জানায়, বেলা সোয়া দুইটার দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর রাজশাহীতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশের উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এই তাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শুক্রবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সর্বাধিক পঠিত