বাগাদী ইউনিয়ন পরিষদ ও সনাকের আয়োজনে লাগাতার ৩ দিন ওয়ার্ড সভা
‘বাগাদী ইউনিয়নের আসন্ন বাজেট প্রণয়নে জনগণের সম্পৃক্ততার জন্য ওয়ার্ড পর্যায়ে স্থানীয় উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে চাই নাগরিক অংশগ্রহণ’ এ শ্লোগান নিয়ে বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় ২৩-২৫ এপ্রিল ২০১৯ প্রতিদিন বিকেল ৪টায় বাগাদী ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের জনসাধারণের অংশগ্রহণে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, ২৪ এপ্রিল সাবেক চেয়ারম্যান আঃ গফুর পাঠান সাহেবের বাড়ির সামনে ও ২৫ এপ্রিল মাহফুজ মাওলানার কিন্ডারগার্টেন সংলগ্নস্থানে সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিটি সভায় ওয়ার্ডের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
২৩ এপ্রিল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ সফিকুর রহমান, ২৪ এপ্রিল সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ ইলিয়াছ খান ও ২৫ এপ্রিল সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ ইছহাক গাজী।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বলেন, পরিষদের বাজেট তৈরিতে জনগণের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করার জন্যেই আমাদের আজকের এ আয়োজন। বর্তমান সরকার স্থানীয় পর্যায়ে বিশেষ করে ইউনিয়নগুলোতে উন্নয়নমুখী বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। আমরাও ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছি।
তিনি বলেন, আপনারা বেশকিছু রাস্তাঘাট মেরামত, ব্রীজ, কালভার্ট, বাল্যবিবাহ, ইভটিজিং, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, ডিপ টিউবওয়েল, সেলাই মেশিন দেয়া ইত্যাদি বিষয় নিয়ে পরামর্শ দিয়েছেন। আপনারা যে সকল সমস্যা, সুপারিশ ও প্রস্তাবনা উত্থাপন করেছেন আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সেগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো। স্থানীয় নাগরিকগণ তাদের চাহিদাগুলো সম্পর্কে জেনে যাতে খোলা মনে কথা বলতে পারে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্যেই আমরা ওয়ার্ড সভার আয়োজন করেছি।
তিনি আরো বলেন, আমি চাই এ ইউনিয়নে শিক্ষার হার আরো বৃদ্ধি হোক। তাই এ বছরের বাজেটেও শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট রাখার চেষ্টা করবো। আপনারা আপনাদের সন্তানদের বাল্যবিবাহ দেবেন না এবং মাদকের বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হবেন। শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হয় এমন কোনো কাজ করা যাবে না। আপনাদের সন্তানদের লেখাপড়া নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন।
তিনি বলেন, কিছু কিছু মানুষের খারাপ চিন্তা-ভাবনা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। তাই আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। জনসাধারণের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়। তাই আজ আপনারা যে সকল সমস্যার কথা উত্থাপন করেছেন সেগুলো সমাধানের জন্যে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি এ ধরনের সভা আয়োজন করার জন্যে সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড সভার উপদেষ্টা, সংরক্ষিত নারী আসনের সদস্য পারুল আক্তার, মোঃ মনির হোসেন ঢালী ও মোঃ মনির হোসেন গাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি ও স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল মালেক, সনাক সদস্য সবিতা বিশ্বাস, অধ্যাপক শাহানারা বেগম ও রফিক আহমেদ মিন্টু। সভার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব উপস্থাপন করেন টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। টিআইবির রাজন চন্দ্র দের সঞ্চালনায় বিগত বছর গৃহীত প্রকল্প, অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করেন পরিষদের সচিব মোঃ মহিবুবুল আহসান।
বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের সদস্য মোঃ মনসুর আহমেদ, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ জাকির হোসেন খান ও ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ মোশারেফ হোসেন এবং জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদ আলম।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় নাগরিকগণ কর্তৃক প্রস্তাবনা উপস্থাপন, আলোচনা ও অগ্রাধিকার প্রকল্প নির্বাচনকল্পে ১, ২ ও ৩নং ওয়ার্ডের মানিক মজুমদার, নুসরাত আক্তার, রোকেয়া বেগম, মনোয়ারা বেগম, মনি আক্তার, বিল্লাল হোসেন পাটওয়ারী, মোশারেফ হোসেন, হাছিনা বেগম, মরিয়ম আক্তার, হাফেজা আক্তার, হোসেন খান, মোঃ রিয়াজ, আলেয়া বেগম, আলী আকবর, আবিদ আলী গাজী, নাজমা বেগম, দেলোয়ার হোসেন, তকদীর হোসেন, সুমি বেগম, মনোয়ারা বেগম, নাছিমা বেগম ও মোঃ আব্দুল হক, ৪, ৫ ও ৬ ওয়ার্ডের উত্তম কুমার, রেদওয়ান বেপারী, নূরু মিজি, আঞ্জুমান বেগম, রানু বেগম, ফিরোজা বেগম, শাহিদা বেগম, মোস্তফা গাজী, মোঃ আরিফ উল্যাহ, কলিমুল্লাহ মাল, মোঃ আমজাদ হোসেন, ফজলে রাব্বি, ওমর ফারুক, জেসমিন আক্তার, পলিন আক্তার, খুরশিদা আক্তার ও অহিদা বেগম এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের হাসেন খান, কালু গাজী, খোরশেদ আলম, জাহাঙ্গীর খান, শামীম শেখ, শিপন আখন্দ, মতিন গাজী মন্টু, আব্দুল কুদ্দুছ, মমতাজ বেগম, আনছার উল্যাহ, মিজানুর রহমান, মমতাজ বেগম, মোঃ আবীর হোসেন গাজী ও মোঃ জাহাঙ্গীর আলম মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
মুক্ত আলোচনা পর্বে ইউনিয়নের বেশ কিছু রাস্তাঘাট মেরামত, ব্রিজ, কালভার্ট, বাল্যবিবাহ, ইভটিজিং, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, ডিপ টিউবওয়েল, সেলাই মেশিন, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
ওয়ার্ড সভায় এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, তরুণ, যুবক, বিদ্যালয়ের শিক্ষার্থী, টিআইবি কর্মীবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপর সদস্যবৃন্দ।