• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নুসরাত হত্যায় জেলা পূজা পরিষদের মানববন্ধন

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০১৯, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফেনীর নুসরাত হত্যাকা-ে জড়িত সকল দোষী ব্যক্তির দ্রুত বিচারের দাবিতে এবং দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে গতকাল ২২ এপ্রিল সোমবার বিকেলে চাঁদপুর শহরস্থ শপথ চত্বরে জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে মানববন্ধন হয়েছে। এতে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের আহ্বানে সারদেশের ন্যায় চাঁদপুরেও আমরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করছি। আমরা এই প্রতিবাদ সভার মাধ্যমে নুসরাত হত্যায় জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। সেই সাথে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা এড়াতে যাতে আরো জোরালো পদক্ষেপ নেয়া হয় সেজন্যে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল কুমার সাহা, সহ-সভাপতি দুলাল ঘোষ, হাইমচর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সাবেক পৌর কাউন্সিলর শাহজাহান চোকদার প্রমুখ।
জেলা পূজা উদ্যাপন পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তমাল কুমার ভৌমিকের পরিচালনায় উপস্থিত ছিলেন পুরাণবাজার জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস অধিকারী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য পরেশ মালাকার, বাবুল বণিক, লিটন সাহা, কার্তিক সরকার, জুয়েল কান্তি নন্দু, লিটন মজুমদার, চন্দনেশ^র দত্ত, বুলি চক্রবর্তী, চন্দনা চক্রবর্তী, শ্রী গুরু ঘোষ, সুকান্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা সভাপতি বাসুদেব মজুমদার সহ অনুষ্ঠানে একাত্মতা পোষণকারী কমিউনিটি পুলিশিং নেতা শেখ মনির হোসেন বাবুল, জামাল হোসেন, ডাঃ এস.এম. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

সর্বাধিক পঠিত