চাঁদপুর মাছঘাট থেকে বিপুল পরিমাণ ইলিশ জব্দ
পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান
চাঁদপুর মাছঘাট থেকে জেলা পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণে ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গত ৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ও চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল মোস্তফার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মাছ ঘাটের বিভিন্নস্থানে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ২ মণ বড় সাইজের ইলিশ মাছ জব্দ করা হয়। এ বিষয়ে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনায় সকল প্রচার মাছ আহরণে নিষেধাজ্ঞার পাশাপাশি এ সময়টাতে যে কোনো সাইজের ইলিশ মাছ ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। আমাদের কাছে তথ্য ছিলো যে, মাছঘাটে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী লুকিয়ে ইলিশ মাছ বিক্রি করছে। সে তথ্যের ভিত্তিতে আমরা জেলা পুলিশের সাথে যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বড় সাইজের ইলিশ জব্দ করেছি।