• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ছবি-১৭ বজ্রপাতে কচুয়ায় কৃষক নিহত

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০১৯, ১৪:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বজ্রপাতে কচুয়ায় মোসলেম নামে (৫৫) এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাচার ইউনিয়নের গোগরার বিলে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মোসলেমের গ্রামের বাড়ি উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। সোমলেম এ গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
জানা গেছে, মোসলেম সকালে গোগরার বিলে নিজের ধান খেতের আগাছা পরিষ্কার করে বাড়ি ফিরছিলেন। এমন সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হন তিনি। এতে তার সারা শরীর ঝলসে যায়। ধান খেতের পাশে মাথায় আগাছার বোঝাসহ ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহত কৃষক মোসলেমের পরিবারের অন্য সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। নিহত মোসলেমের স্ত্রী, ৪ কন্যা ও ২ পুত্র রয়েছে। এ ঘটনায় নিহতের বাড়িসহ আশপাশে শোকের ছায়া নেমে আসে।