• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবে মিরাজ পালিত

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০১৯, ১৩:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে পবিত্র মিরাজুন্নবী (সাঃ)। গতকাল বুধবার দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, মিলাদ-কিয়াম, আলোচনা, দোয়া মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করেছেন।
এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলিমদের মতো বাংলাদেশের তথা চাঁদপুরের মুসলিমরাও বিশেষ মোনাজাত ও দোয়ায় মাধ্যমে পালন করেছেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষগণ নফল রোজাও রেখেছেন। বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে রাতভর চলেছে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য ইবাদত-বন্দেগী ও মোনাজাত। রাতব্যাপী ইবাদত, বন্দেগী, জিকির ছাড়াও পবিত্র এ রাতে মুসলমানগণ মৃত পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে পবিত্র শবে মিরাজ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। মিরাজের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ফনিসাইর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসার অধ্যক্ষ মাওঃ কাজী মশিউর রহমান।   
অনুষ্ঠানে আল-হেলাল মসজিদের মুতাওয়াল্লি মোঃ রেহান উদ্দিন মাস্টারের সভাপ্রধানে ও পেশ ইমাম হাফেজ মোঃ হাসানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ মাহাদী। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন দাসাদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসার ছাত্র মোঃ মুহসিন সরকার।
উপস্থিত ছিলেন দাসাদী জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আলী আক্কাছ, মাওঃ ক্বারী রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফেজ মোঃ শরীফ হোসেন কাজী, হাজী মোঃ মোবারক হোসেন, মসজিদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কালেক্টরেট জামে মসজিদ  
চাঁদপুর জেলা সদর হাসপাতাল সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে গতকাল ৩ এপ্রিল বুধবার বাদ এশা পবিত্র মিরাজুন্নবী (সাঃ) উদ্যাপনে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পবিত্র মিরাজুন্নবী (সাঃ)-এর তাৎপর্য নিয়ে আলোচনা এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওঃ মোঃ মোশাররফ হোসাইন। মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাওঃ মোঃ হাবিবুল্লাহ।
উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক বেপারী, পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবদুর রহমান তালুকদার, চাঁদপুর সদর হাসপাতালের ডাঃ নোমান, অফিস প্রধান মোঃ সফিউল আলমসহ প্রশাসনের কর্মকর্তাগণ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।
চেয়ারম্যানঘাটা বায়তুল আমান মসজিদ
পবিত্র মিরাজুন্নবী (সাঃ) উপলক্ষে চাঁদপুুর শহরের চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। আয়োজনের মধ্যে ছিলো বাদ মাগরিব সালাতুল আউয়াবিন, জিকির-আজকার, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা, মিলাদ মাহফিল এবং আখেরি মোনাজাত।
এতে পবিত্র মিরাজুন্নবী (সাঃ)-এর তাৎপর্য নিয়ে আলোচনা এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডব্লিউ রহমান জামে মসজিদের খতিব মাওঃ মোঃ জসিম উদ্দিন খন্দকার  ও হাফেজ মাওঃ মোঃ সাইফুল ইসলাম। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।
শাহী জামে মসজিদ  
চাঁদপুর শহরের শাহী জামে মসজিদে গতকাল ৩ এপ্রিল বুধবার বাদ মাগরিব পবিত্র মিরাজুন্নবী (সাঃ) উদ্যাপনে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন শাহী জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজী নাজিম উদ্দিন মিজান মিজি, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর আলম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগির জন্যে চাঁদপুরের পাড়া-মহল্লার মসজিদগুলোতে উপস্থিতি বেশি দেখা গেছে।