• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাটকা সংরক্ষণ সপ্তাহে নৌ-র‌্যালি ও সচেতনতামূলক সভা

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ১৪:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯ উদ্যাপন উপলক্ষে জেলা জাটকা নিধন টাস্কফোর্স কমিটির নৌ-র‌্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল ১৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বড়স্টেশন মোলহেডে মেঘনায় নৌ র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি বলেন, আমি আশা করবো মার্চ ও এপ্রিল ২ মাস জাটকা ইলিশ রক্ষায় জেলেরা আমাদেরকে সহযোগিতা করবে। জাটকা একদিন বড় হয়ে ইলিশ হবে। সেই ইলিশ জেলেরাই ধরবে, তাই জেলেদের সচেতন করতে নৌ র‌্যালিটি রাজরাজেশ^রে গিয়ে শেষ হবে। র‌্যালিতে অংশ নেয় ৭ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও জেলেরা। র‌্যালিটি মেঘনা পাড়ি দিয়ে রাজরাজেশ^র ইউনিয়নে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলেদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
    তিনি বলেন, মার্চ ও এপ্রিল দুইমাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সে জন্যে জেলেদেরকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে। কিন্তু জেলেরা তা সঠিকভাবে মানছে না, নির্বিচারে ধ্বংস করছে জাটকা ইলিশ। শুধু তাই নয়, তাদের শিশু সন্তানকেও নামিয়ে দিয়েছে এ কাজে। সরকারের দেয়া পদক্ষেপ মানলে জেলা প্রশাসন  ও পুলিশ বিভাগের উপর অর্পিত দায়িত্ব পালন করতে আমরা সচেষ্ট থাকবো।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারী নৌ পুলিশ সুপার ইসমাইল মিয়া, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, মৎস্যজীবী লীগের সভাপতি আঃ মালেক দেওয়ান ও মৎস্যজীবী মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক। কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক তসলিম বেপারী। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী। সঞ্চালনায় ছিলেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রশিদ।