• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০০ কেজি জাটকা জব্দ

প্রকাশ:  ১০ মার্চ ২০১৯, ০৮:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের রনাগোয়াল এলাকার মেঘনা নদীপাড় থেকে জাটকার এই চালান জব্দ করেছে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।
    পুরাণবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, রাতের আঁধারে কতিপয় জেলেরা মেঘনা নদীতে জাটকা নিধন করে। পরে তা বিক্রির উদ্দেশ্যে নদীপাড়ে নিয়ে আসে। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকা ফেলে জেলেরা গা ঢাকা দেয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন।
    এদিকে জব্দ করা এসব জাটকা দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
    প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এবং জাটকা সংরক্ষণের জন্য গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের ইলিশ বিচরণের ৬টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।