আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের র্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক চাঁদপুর জেলা শাখার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্স থেকে নারী সদস্যদের নিয়ে নারী দিবসের র্যালি বের করা হয়। র্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্স গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্বে ছিলেন এএসপি হেডকোয়ার্টার সাকিলা ইয়াসমিন সুচনা। পরে পুলিশ লাইন্স ড্রিলসেড মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এএসপি হেডকোয়ার্টার সাকিলা ইয়াসমিন সুচনার সভাপ্রধানে ও আরওয়ান আব্দুল জলিলের পরিচালনায় বক্তারা বলেন, নারীরা এখন দেশের গুরুদায়িত্বে রয়েছেন। সর্বক্ষেত্রে নারীরা ভূমিকা পালন করছেন। নারীদেরকে অসহায় ভাবলে চলবে না।
বক্তব্য রাখেন পুলিশ লাইন্সের সংরক্ষিত পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, চাঁদপুর মডেল থানার পুলিশ পরির্দশক নিরস্ত্র অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং মোঃ আবদুল রব। উপস্থিত ছিলেন পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক আমাওতুর নূর, চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক নাসিমা বেগম, ফুয়ারা আক্তারসহ নারী পুলিশ সদস্যরা।