• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির আয়োজনে

জলবায়ু বিষয়ক জনঅংশগ্রহণ কমিটি (সিসিপি)-এর ওরিয়েন্টেশন

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ১১:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘জলবায়ু তহবিল ব্যবস্থানায় চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ’ এই শ্লোগান নিয়ে গতকাল ০৬ মার্চ ২০১৯  সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে জলবায়ু বিষয়ক জনঅংশগ্রহণ কমিটি (সিসিপি)-এর ওরিয়েন্টেশন সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে জলবায়ু বিষয়ক জনঅংশগ্রহণ কমিটি (সিসিপি), সনাকের সিএফজি কমিটি ও স্থানীয় কয়েকজন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার-গবেষণা (সিএফজি) গোলাম মহিউদ্দিন। সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা।
    সভাপতির বক্তব্যে সনাক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন বলেন, সনাক মূলত টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য কাজ করছে। দেশের ৪৫টি এলাকায় সনাক কাজ করছে। তিনি আরও বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ড নিয়ে যেসকল প্রতিষ্ঠান কাজ করে সেসকল প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধির জন্যে সনাক কাজ করছে। জলবায়ু অর্থায়ন যেন স্বচ্ছতার সাথে ব্যয় হয় এবং জলবায়ুর কাজে সুশাসন নিশ্চিত হয় সেলক্ষ্যেই টিআইবি জলবায়ু অর্থায়নে সুশাসন নিয়ে কাজ করছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকারের সদিচ্ছা রয়েছে। তবে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সংস্থা যেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে ফান্ড রয়েছে তা স্বচ্ছতার সাথে ব্যয় করে সে লক্ষ্যেই টিআইবি কাজ করছে। তিনি জানান, জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা, জনঅংশগ্রহণ, শুদ্ধাচার ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে টিআইবি’র ‘বিবেক’ প্রকল্পের আওতায় যেসব সনাক এলাকায় জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, সেসব এলাকায় বাস্তবায়িত জলবায়ু প্রকল্প তদারকির উদ্দেশ্যে ‘জনঅংশগ্রহণ কমিটি’ গঠিত হয়েছে। এই কমিটির সকল কার্যক্রমে সনাক-চাঁদপুর সবসময় সহযোগিতা করে যাবে। তিনি ওরিয়েন্টেশনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
    প্রধান আলোচক টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার-গবেষণা (সিএফজি) গোলাম মহিউদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত বহু সমস্যার সৃষ্টি হয়। তিনি জলবায়ু অর্থায়নে সুশাসন ও জনঅংশগ্রহণ কমিটি (সিসিপি)-এর নীতিমালা  ও জলবায়ু বিষয়ক জনঅংশগ্রহণ কমিটির দক্ষতা বৃদ্ধির জন্যে ধারণা প্রদান করেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জনঅংশগ্রহণ কমিটি (সিসিপি)-এর সদস্য ব্যাংকার মুজিবুর রহমান, আহ্সান উল্যাহ খান (বাতেন), সুফী খায়রুল আলম খোকন, তাছলিমা মুন্নী, রফিকুজ্জামান রনি, তানজিলা আক্তার, রাসেল হাসান, সনাক চাঁদপুরের সিএফজি কমিটির সদস্য জেসমিন আক্তার, হিডো নির্বাহী পরিচালক সালাউদ্দিন আহমেদ, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিদ্দিকী, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, নবরুপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমরান বেপারী, টিআইবি’র অ্যাসিস্টেন্ট ম্যানেজার শিশির কুমার সরকার ও রাজন চন্দ্র দে।