• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ১১:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ চাঁদপুর জেলার ৭টি উপজেলায় ভোটগ্রহণ হবে। গত ২৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন পৃথকভাবে ২৬জন চেয়ারম্যান, ৩৭জন ভাইস চেয়ারম্যান ও ৩০জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৯৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। বাছাইতে ১১ জনের মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে এই ১১ জনের সাতজন আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে আপিল করলে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
    এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষদিন। গতকাল ৬ মার্চ পর্যন্ত চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলার ৩জন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর আগে মনোনয়নপত্র বাছাইর দিন মতলব উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সোহরাব মিয়াজী নিজে উপস্থিত থেকে তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।
    এখন পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান, ৩জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাঠে রয়েছেন। আর ১জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। গতকাল বিকেলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আয়েশা রহমান তাঁর প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি জমা দেন। এছাড়া হাজীগঞ্জ উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী ফখরুজ্জামান ও মজিবুর গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
    সদর উপজেলায় ৪জন চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান ভূঁইয়া (যুবলীগ), কাজী মোঃ ইব্রাহিম জুয়েল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রার্থী অ্যাডঃ মহসিন খান। তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ নেতা মোঃ আইয়ুব আলী বেপারী, যুবলীগ নেতা মোঃ হারুনুর রশিদ হাওলাদার ও জাকের পার্টির মোঃ নূরুল ইসলাম এবং দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবিদা সুলতানা ও শিপ্রা দাস।
    হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান, ৫ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী গতকাল তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরা হলেন মোঃ ফখরুজ্জামান ও মজিবুর রহমান। গতকাল বুধবার তারা রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিনের কাছে উপস্থিত হয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

 

সর্বাধিক পঠিত