‘উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই’
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে জনৈক চেয়ারম্যান প্রার্থীর নামের আগে কোনো কোনো পত্রিকায় ‘বিএনপি মনোনিত প্রার্থী’ কথাটি লেখা হয়, বোঝানোর চেষ্টা করা হয়। মূলত প্রহসনের উপজেলা নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পূর্ণ রূপে বর্জন করেছে। দেশব্যাপী কোথাও বিএনপির কোনো প্রার্থী নেই। অতএব সকল পত্রিকার সম্মানিত সম্পাদকদের ‘বিএনপি প্রার্থী’ ‘বিএনপি ঘরানার প্রার্থী’ এই কথাগুলো কোনো প্রার্থীর নামের আগে বা পরে ব্যবহার না করার জন্যে অনুরোধ করা যাচ্ছে। সেই সাথে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের জানানো যাচ্ছে যে, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক কর্তৃক নির্দেশিত হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়াক মাহাবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।