৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯
কাল মনোনয়নপত্র দাখিলের শেষদিন
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩য় ধাপে নির্বাচন হবে দেশের ১২৭টি উপজেলার সাথে চাঁদপুরের সাতটি উপজেলার। আগামী ২৪ মার্চ এ ১শ’ ২৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে আলোকে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন। দাখিলকৃত মনোনয়ন বাছাই হবে ২৮ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হচ্ছে ৭ মার্চ। পরদিন ৮ মার্চ বৈধ ও চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর থেকেই মূলত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ভোট যুদ্ধে নেমে যাবেন।
হাইমচর বাদে চাঁদপুরের যে সাতটি উপজেলায় আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ হবে সে উপজেলাগুলো হলো : চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ। চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত এই সাতটি উপজেলায় প্রায় অর্ধশতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। তবে গতকাল পর্যন্ত কেউই মনোনয়নপত্র জমা দেননি। যারা মনোনয়নপত্র জমা দেয়ার তারা আজ এবং আগামীকালকের মধ্যেই জমা দেবেন।
উল্লেখ্য, এই প্রথম উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন দলীয়ভাবে হচ্ছে। তাই চাঁদপুরের সাত উপজেলায় চেয়ারম্যান পদে সাতজনকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছে।