ফরিদগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১১
উজ্জ্বল হোসাইন
প্রিন্ট
ফরিদগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। শনিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জনপ্রিয়তা ও যোগ্যতার বলে মনোনয়ন দিয়েছেন।
মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।