• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ৩ দিনব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ স্কাউটস চাঁদপুর সদর উপজেলা আয়োজিত ৩ দিনব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু  হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি শুক্রবার শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এটির শুভ উদ্বোধন করা হয়।
    উদ্বোধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্বোধক সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন, তোমরা কাব ক্যাম্পুরীতে যারা অংশ নিয়েছো, নিয়ম, শৃঙ্খলার মাঝে তোমাদের জীবনকে সুন্দর করে নিয়ে যেতে পারবে, স্কাউটে দীক্ষিত হয়ে আমরা যেন এক সাথে কাজ করতে পারি।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার আলম আরা সাফি, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ সাহিদা, ষোলঘর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা স্কাউটস্ উপ-পরিচালক দয়াময় হালদার প্রমুখ।
    এবার সদর উপজেলা কাব ক্যাম্পুরীতে কাব সদস্য ও কর্মকর্তা মিলে ৩শত অংশ নিয়েছে।