প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে তিন শতাধিক মা ও শিক্ষকের অঙ্গীকার


প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে অঙ্গীকার করলেন চাঁদপুর সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় তিন শতাধিক মা ও শিক্ষক। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে অ্যাকটিভ মাদার্স ফোরাম সদস্যদের করণীয় এবং শিক্ষকদের করণীয় শীর্ষক পৃথক ২টি সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ জানুয়ারি বুধবার শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সদর উপজেলায় গঠিত ১৭২টি ফোরামের সমন্বয়ক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের ১৭২ জন প্রধান শিক্ষক এ অঙ্গীকার করেন। অ্যাকটিভ মাদার্স ফোরামের ভূমিকা ও করণীয় বিষয়ে সনাক চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেনের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম ও সনাক চাঁদপুরের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মনোহর আলী। সঞ্চালনা করেন টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আতিকুর রহমান।
চাঁদপুরে সনাক ও টিআইবির উদ্যোগে এমন একটি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় প্রধান অতিথি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম চালু করা সম্ভব হলে তা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, চাঁদপুরের মাধ্যমে অন্য জেলাগুলোতেও এ কার্যক্রম ছড়িয়ে পড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, সনাক ও টিআইবির প্রচেষ্টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে অ্যাকটিভ মাদার্স ফোরাম যে আলো ছড়িয়েছে তা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্যে অনুকরণীয়।
টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস বলেন, অ্যাকটিভ মাদার্স ফোরামের সদস্যদের সক্রিয় কার্যক্রম প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সনাক চাঁদপুর-এর সভাপতি উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা অ্যাকটিভ মাদার্স ফোরাম সম্পর্কে যা জানলেন, তা অন্য মায়েদের সাথে বিনিময় করবেন। আপনারা ফোরামের সকলে মিলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একত্রে কাজ করবেন।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে সনাক আয়োজিত অন্য সেশনে সনাক চাঁদপুরের সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যার সভাপ্রধানে ও সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাতের সঞ্চালনায় ‘প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চাঁদপুর সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌনে ২শ’ শিক্ষক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, টিআইবির সিনিয়র ম্যানেজার কাজী শফিকুর রহমান, মোঃ আতিকুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন সনাক সভাপতি মোঃ মোশারেফ হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মনোহর আলী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোহাম্মদ হোসেন প্রমুখ।
প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং শিক্ষার মানোন্নয়নে অ্যাকটিভ মাদার্স ফোরামের ভূমিকা ও করণীয় বিষয়ে আগত ১৭২ জন সমন্বয়ক ও তাদের প্রতিনিধিদের ৬ দলে ভাগ করে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় মানসম্মত প্রাথমিক শিক্ষা, এর প্রয়োজনীয়তা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে করণীয়, শিশুর শিক্ষায় মায়েদের ভূমিকা, শিশু শিক্ষায় অ্যাকটিভ মাদার্স ফোরামের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মুক্ত আলোচনায় উপস্থিত অ্যাকটিভ মাদার্স ফোরামের সমন্বয়কারীবৃন্দ ও শিক্ষকবৃন্দ প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় করেন। এ সময় তারা এ রকম একটি ব্যতিক্রম ও গুরুত্বপূর্ণ আয়োজনের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভায় চাঁদপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, সনাক সদস্য, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্য ও টিআইবির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।