• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদর উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা গতকাল ২৭ জানুয়ারি সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন সভায় মূল প্রবন্ধ পাঠ করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম। তিনি বলেন, চাঁদপুরের মানুষ খুবই ভালো, সারাদেশে চাঁদপুরের সুনাম রয়েছে। আমরা চাই চাঁদপুর হবে পূর্ণিমার চাঁদের মত ঝলমলে, চাঁদপুর হবে ইলিশের বাড়ি। সেজন্যে জাটকা ধরা বন্ধ করতে হবে, ইলিশের মূল্যায়ন করতে হবে। আমরা যে আইনের কথা বলছি সেটি তথ্য অধিকার আইন। এই আইনটি পাকিস্তান আমলে ছিলো না। আপনি যেই কাজ করেন সেই কাজটি জনগণকে জানান। আপনার কাজের স্বচ্ছতার প্রয়োজনে তথ্য আইন। সাধারণ মানুষকে যখন তথ্য দিয়ে সহায়তা করতে পারবেন তখনই আপনি স্বচ্ছ মনে করবেন।
    বিশেষ অতিথি জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, আমাদের কাছে পরিষ্কার বার্তা চলে এসেছে দুর্নীতির দাম নেই। উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাবে। প্রতিটি মানুষ আনন্দের সাথে বসবাস করবে, কোনোভাবেই দুর্নীতি নয়। আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন সফিকুর রহমান প্রমুখ।