চাঁদপুরে তথ্য কমিশনারের মতবিনিময় সভা
দেশের অর্থ কোন খাতে ব্যয় হচ্ছে তা জানার অধিকার জনগণের রয়েছে : তথ্য কমিশনার সুরাইয়া বেগম


তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ চাঁদপুর জেলা কমিটির সাথে তথ্য কমিশনার (সিনিয়র সচিব) সুরাইয়া বেগম এনডিসি মতবিনিময় করেছেন। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমানের সঞ্চালনায় গতকাল ২৬ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, অনেকে অনেকভাবে তথ্য অধিকার আইন নিয়ে কাজ করছেন। আওয়ামী লীগ সরকার এই আইন প্রতিষ্ঠা করে। ৪শ’ বছর আগে ১৭৬৬ সালের সুইডেনে প্রথম এই আইন গঠন করা হয়। ১শ’ ২২ বছর পর কলম্বিয়াতে এই আইন চালু করা হয়। সরকার পরিচালিত হয় জনগণের অর্থে। জনগণের কাছে সরকারের জবাবদিহিতার জন্যই তথ্য আইন চালু করা হয়েছে। দেশের অর্থ কোন খাতে ব্যয় হচ্ছে তা জানার অধিকার জনগণের রয়েছে। সেই লক্ষ্যেই এই তথ্য আইন। আমাদের দেশে ১১শ’ আইন আছে। আর তথ্য আইনটি হলো সেই ১১শ’ আইনের ঊর্ধ্বে। প্রতিটি কাজে যেন স্বচ্ছতা আনা হয় সেইজন্যই এই তথ্য আইন। তিনি বলেন, বর্তমান সরকারের ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা আমরা সকলে মিলেই করেছি। জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ বছরে বাংলাদেশকে আমরা অনেক দূর নিয়ে গিয়েছি।
বক্তব্য রাখেন তথ্য কমিশন উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম খান, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, সদর উপজেলা মাধ্যমিক অফিসার একেএম সাইফুল হক, টিআইবি এরিয়া ম্যানেজার মাসুদ রানা, ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, ফরিদগঞ্জ্ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সফিকুল ইসলাম মন্টু, জেলা তথ্য কর্মকর্তা নুরুল হক প্রমুখ।